শনিবার ০৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ জানুয়ারী ২০২৫ ১২ : ৫৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন নিয়মকানুন চালু করছে বিসিসিআই। দশটি গাইডলাইনের কথা জানানো হয়েছে। তারমধ্যে রয়েছে ট্রাভেলের নতুন নিয়মও। ম্যাচে এবং প্র্যাকটিস সেশনে দলের সঙ্গে ট্র্যাভেল করা বাধ্যতামূলক করা হয়েছে। যা দেখে অবাক আকাশ চোপড়া। নিজের ইউ টিউব চ্যানেলে এই নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন ক্রিকেটার। তিনি মনে করেন, নিয়মের অপব্যবহারের জন্যই নতুন করে গাইডলাইন সেট করতে বাধ্য হয়েছে বোর্ড। আকাশ চোপড়া বলেন, 'প্লেয়াররা আলাদা করে পরিবারের সঙ্গে ট্র্যাভেল করতে পারে না। ম্যাচ এবং প্র্যাকটিসে দলের সঙ্গে যাতায়াত করা বাধ্যতামূলক। হঠাৎ করে এই নিয়ম আনায় আমি অবাক। বরাবরই প্র্যাকটিসে এবং ম্যাচে গোটা টিম একসঙ্গে যায়। আজীবন ধরে এটাই চলে আসছে। কেউ যদি আরও বেশি সময় ধরে প্র্যাকটিস করতে চায়, সেটা কোচকে অনুরোধ করা হয়। কিন্তু কেউ কি আগে বেরিয়ে যেত? কিছু নিশ্চয়ই ঘটেছে। নয়তো হঠাৎ এই নিয়ম জারি হতো না।'
গত শনিবার অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা নিয়ে রিভিউ মিটিংয়ে বসে বোর্ড কর্তারা। হাজির ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকর। সেই বৈঠকেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ট্রেলিয়া সফরে একদিন যশস্বী জয়েসওয়ালের দেরীতে প্র্যাকটিসে যোগ দেওয়ার ঘটনা শোনা গিয়েছিল। কিন্তু আকাশ চোপড়া মনে করছেন, শুধুমাত্র এই কারণে এত কড়াকড়ি হয়নি। দলের অনেকেই এক্ষেত্রে দায়ী। চোপড়া বলেন, 'আমার মনে হয় না সবাই নিয়মভঙ্গ করে। একদিন যশস্বী সময় মতো পৌঁছতে পারেনি। তার জন্য ওকে শাস্তিও পেতে হয়। সেটা আলাদা বিষয়। যদি কেউ দলের সঙ্গে যেতে না চায়, তার জন্য অনুমতি নিতে হয়। যে অনুমতি দিয়েছে তাঁকে জিজ্ঞেস করা উচিত।' নতুন নিয়ম অনুযায়ী, কেউ আলাদা ট্র্যাভেল করতে চাইলে, হেড কোচ এবং নির্বাচক কমিটির চেয়ারম্যানের থেকে অনুমতি নিতে হবে। তারকা ক্রিকেটারদের ক্ষেত্রে একটু বেশিই কড়াকড়ি করা হচ্ছে মনে হতেই পারে। তবে ভারতের প্রাক্তনী জানান, নিয়ম ভাঙলে তার ফল পেতেই হবে।
নানান খবর

নানান খবর

বাইশ গজে কি 'ফিনিশ' চিরকালের ফিনিশার? ধোনি মন্ত্র এখন ম্যাচ জেতাতে অক্ষম

ছেলের খেলা দেখতে চিপকে ধোনির মা-বাবা, আজই কি অবসর? চর্চা সোশ্যাল মিডিয়ায়

ফেন্সিং টপকে কটাক্ষের জবাব দিতে তেড়ে গেলেন খুশদিল, শাস্তির মুখে পাক তারকা, জেনে নিন আসল ঘটনা

২৫ বছরের সম্পর্ক শেষ হতে চলেছে, মেসির স্বপ্ন বহুবার ভাঙা তারকা দিলেন বিদায় বার্তা

উদযাপন করতে গিয়েই বারবার সমস্যায় পড়ছেন ৩০ লাখের তারকা, জরিমানা দিতে হবে প্রায় ৬ লক্ষ টাকা

অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের, আগামী দু’ম্যাচেও নেই বুমরা, কবে ফিরবেন?

অস্ত্র পাচারের জন্য বেছে নিয়েছিলেন এমসিজিকে, খেলা চলাকালীন বন্দুক, গুলি সহ গ্রেপ্তার দুই যুবক

জল্পনাতেই সিলমোহর, ম্যাঞ্চেস্টার সিটি ছাড়ছেন ডি ব্রুইন, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা মিডফিল্ড মায়েস্ত্রোর

সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি সারলেন জলপরী সায়নী

জল্পনার মধ্যেই প্রেমজীবনের রহস্য ফাঁস, আরজে মাহভাশ যা বললেন, জানলে চমকে যাবেন

জাভি হার্নান্দেজের শেষ মুহূর্তের গোল, জামশেদপুরে হেরে কামব্যাকের আশায় কলকাতা ফিরছে মোহনবাগান

উঠে দাঁড়ানোর মতো পায়ের জোর নেই পাকিস্তানের! নিউ জিল্যান্ডে গিয়ে বিধ্বস্ত হওয়ার পর বলছেন প্রাক্তনরা

কেমন আছে বিরাটের আঙুলের চোট? মুম্বইয়ের বিরুদ্ধে পাওয়া যাবে তাঁকে? আরসিবি কোচ দিলেন বড় আপডেট

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন তারকা ক্রিকেটার, কবে ফিরবেন জানা নেই?

ভারত এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবেন রোহিতরা, কোথায় হবে সেই খেলা?